মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

আইএসও স্বীকৃতি পেল পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

আইএসও স্বীকৃতি পেল পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
print news

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক স্থাপন করে আইএসও ১৫১৮৯:২০১২ মেডিকেল ল্যাবরেটরি হিসেবে স্বীকৃতি পেয়েছে চট্টগ্রামের স্বনামধন্য পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।  

আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো–অপারেশন (আইএলএসি) এর অধীনস্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) চট্টগ্রামের প্রথম স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে এই স্বীকৃতি প্রদান করে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিমের হাতে এ সনদ তুলে দেন বিএবি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল আলম।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

Perk 2

এ সময় ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ও কোয়ালিটি ম্যানেজার ডা. প্রসূন বড়ুয়া এবং বিএবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের ভাষ্য, এই অর্জনের ফলে পার্কভিউ হসপিটালের মেডিকেল ল্যাবরেটরির রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং রোগ নির্ণয়ে আরও নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

কর্মকর্তারা বলেন, এই স্বীকৃতি অর্জনের জন্য পার্কভিউ হসপিটাল আন্তর্জাতিক মেডিকেল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড (আইএসও–১৫১৮৯:২০১২)-এর সকল গাইডলাইন ও নির্দেশনা অনুসরণ করে দীর্ঘ ৭ বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছে।

জানা গেছে, বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮টি মেডিকেল ল্যাবরেটরি আইএসও ১৫১৮৯:২০১২ অ্যাক্রেডিটেশন পেয়েছে, যার মধ্যে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যতম।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!