মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে

print news

প্রস্তাবিত বাজেটে আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর খাতে ২৫ হাজার ৬৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন। গত অর্থবছরে যা ছিল ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা। গ

ত বছরের তুলনায় এক হাজার ১০১ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে গত অর্থবছরে জননিরাপত্তা বিভাগের সংশোধিত বাজেট ছিল ২২ হাজার ৫৭৫ কোটি টাকা। এ হিসেবে তিন হাজার কোটি টাকার বেশি প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

এদিকে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় দুই হাজার ৩৩৫ কোটি টাকা বেশি। এর আগে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল।

বাজেটে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। যা চলমান অর্থবছরের প্রায় সমান।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!