শুক্রবার- ৯ মে, ২০২৫

আইসিসির র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে তিনে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা।

শনিবার (১৩ মে) ‍পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা জানায় আইসিসি। প্রকাশিত পয়েন্ট টেবিলে দেখা যায় ১৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান বাংলাদেশের। ১৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ইংল্যান্ড। ১৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড। আর ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে চারে ভারত। শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় জয় পেলে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে বিশ্বকাপে খেলতে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে এই পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ এ থাকা দলগুলো। বাকি দুই দল বাছাই পর্বের মাধ্যমে জায়গা করে নেবে মূল পর্বে। আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়েতে হবে বাছাইপর্ব।

যেখানে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। সঙ্গে থাকবে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও ৫টি দল। যারা হলো নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page