বুধবার- ২২ অক্টোবর, ২০২৫

আওয়ামী লীগের ভাইরাল নেত্রী কাবেরী চট্টগ্রামে গ্রেপ্তার

আওয়ামী লীগের ভাইরাল নেত্রী কাবেরী চট্টগ্রামে গ্রেপ্তার

ওয়ামী লীগের ভাইরাল নেত্রী ও কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীরে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে দেবপাহাড় এলাকার একটি ভবনের ছাদে রাখা গাজী ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে আনা হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকটির ভেতরেই লুকিয়ে ছিলেন।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নাজনীন সরওয়ার কাবেরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবশেষ কক্সবাজার-৩ আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক।

আরও পড়ুন :  তালাকের পর যা বললেন ইসলামিক বক্তা আবু ত্বহা ও সাবিকুন

জমি দখল, গৃহবধু নির্যাতনসহ সামাজিক নানা সমস্যার সমাধান নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করতেন। এতে আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page