শনিবার- ২৬ এপ্রিল, ২০২৫

আসিফের সিনেমায় হলিউডের মেল গিবসন–ফিফটি সেন্ট

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র পরিচালক আসিফ আকবরের নতুন সিনেমা ‘বনিয়ার্ড’–এর শুটিং শুরু হয়েছে। হলিউডের ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ খ্যাত পরিচালক আসিফ আকবর গতকাল সিনেমাটির ঘোষণা দিয়েছেন।

সিনেমাটিতে অভিনয় করছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা-পরিচালক মেল গিবসন ও ইংলিশ র‌্যাপার ‘ফিফটি সেন্ট’খ্যাত কার্টিস জেমস জ্যাকসন। আসিফ আকবরের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার।

এর আগে হলিউডে সিনেমা বানালেও তাঁর সিনেমায় মেল গিবসনের মতো হলিউডের বড় তারকা অভিনয় করেননি। ‘বনিয়ার্ড’-এ আরও অভিনয় করেছেন– নোরা জেহেটনার, ব্রায়ান ভ্যান হল্ট। সিনেমাটি প্রযোজনা করছেন কলিন বেটস, যিনি এর আগে হ্যালি বেরি অভিনীত ‘কিডন্যাপ’ ও আর্নল্ড শোয়ার্জনেগারের ‘ম্যাগি’ প্রযোজনা করেছেন।

দ্য ফিল্ম পোস্ট ও ওয়ান ডলার স্টুডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হচ্ছে ‘বনিয়ার্ড’। সিনেমাটির শুটিং হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আসিফ ছাড়াও ছবির স্ক্রিপ্ট লিখেছেন হাংক বেয়ার্ড, ভিনসেন্ট ম্যাক ড্যানিয়েল ও কজি স্টিভেন সাকাই।

হলিউড রিপোর্টার জানায়, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে থ্রিলারটি। এক এফবিআই এজেন্টের জীবন থেকে নেওয়া হয়েছে গল্পটি। এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করবেন মেল গিবসন। যিনি ‘বোন কালেক্টর’ নামের এক সিরিয়াল কিলারের খোঁজে আছেন। জ্যাকসনের বোনের মেয়েও নিখোঁজ। তাকে খুঁজতে পুলিশের সঙ্গে একাত্ম হয় সেও। অনুসন্ধানে জানা যায়, পুলিশ ডিপার্টমেন্টের কেউ এই খুন করেছে।

আসিফ আকবর বাংলাদেশে আলোচনায় আসেন জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে চলচ্চিত্র ‘এমআর–নাইন’ নির্মাণের খবরে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page