বুধবার- ৩০ এপ্রিল, ২০২৫

ইরানের অস্ত্রাগারে মার্কিন বিমান হামলা

সিরিয়ায় অবস্থিত ইরানের অস্ত্রাগারে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের একটি বিবৃতি অনুসারে, ‘মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার সিরিয়ার সামরিক স্থাপনায় দু’টি বিমান হামলা চালিয়েছে।’

অস্টিন জানিয়েছেন, ‘মার্কিন সেনাবাহিনী যেসব সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে তা ইরানের বিপ্লবী গার্ড কর্পস এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহৃত হচ্ছিল।’ মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানি বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের গুদামে আঘাত করেছে।

স্থানীয় সময় ভোর সাড়ে চার টার দিকে ইরাকের সীমান্তের কাছে আবু কামাল নামে একটি শহরে হামলা চালানো হয়। এই হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। কিন্তু এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, সিরিয়ার পূর্বাঞ্চলে আজকের হামলার বিষয়ে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করা হয়নি। এমনকি হামলা চালানোর আগে তাদেরকে জানানোও হয়নি।

তারা জোর দিয়ে বলছেন যে এই হামলা ইসরায়েল-গাজা সংঘাতের সঙ্গে যুক্ত নয়। এর আগে, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, এই হামলা গাজা পরিস্থিতি থেকে “বিচ্ছিন্ন এবং আলাদা” এবং এটি এই সংঘাতের বিষয়ে আমাদের “দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তনকে নির্দেশ করে না।’

পেন্টাগনের কর্মকর্তারা আরও বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে একটি পরিষ্কার বার্তা পাঠানো। আমরা চাই ইরান যাতে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়। তারা যাতে তাদের সশস্ত্র এবং ছায়া গোষ্ঠীগুলোকে দূরে থাকার নির্দেশ দেয়।

সূত্র : বিবিসি

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page