বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

এবার আমার ঘরের মধ্যে ঢুকে যাবেন না : পরীমণি

print news

হঠাৎ সামাজিক মাধ্যমে রুদ্রমূর্তি ধারণ করলেন পরীমণি। ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখলেন, ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনও খুঁজে পাওয়া যায়নি। এবার আমার ঘরের মধ্যে ঢুকে যাবেন না।’

এরপর পরী লেখেন, ‘এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।’ নায়িকার এ স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন, কাকে নিয়ে এসব লিখলেন পরী?

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

ধারণা করা হচ্ছে, অভিনেত্রী অরুণা বিশ্বাসের উদ্দেশে ওই পোস্ট দিয়েছেন পরী। কেননা এর আগে এক সাক্ষাৎকারে পরীমণির নাম উল্লেখ না করে অরুণ বিশ্বাস বলেন, ‘কিছু শিল্পী আছে আমাদের দেশে যারা ওভাররেটেড। তাদের ছবি কিন্তু চলে না, তাদের দর্শক দেখতে আসে না। কিন্তু ফেসবুকে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ। তাদের তো মানসিক সমস্যা হওয়ারই কথা।’

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু শিল্পী। মানুষ আমাদের ভালোবাসেন। সেকারণে আমরা যাই করি ভেবে করা উচিত। তারপরও ভুল মানুষেরই হয়। কিন্তু কিছু করার আগে ভাবা উচিত। যদি আমাদের সংযত রাখার চেষ্টা করি তাহলে এসব সমাধান করা সম্ভব। আরও একটি বিষয় হচ্ছে, এডুকেশন বলে একটা বিষয় আছে। পারিবারিক শিক্ষা বলে একটি বিষয় আছে। এসবের জন্য বিশ্ববিদ্যালয় পাস করতে হয় না। সিনিয়রদের থেকেই শেখা যায়। আমরা শিখেছি।’

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

ধারণা করা হচ্ছে, অরুণার এই বক্তব্য সুইয়ের মতো বিঁধেছে পরীমণির গায়। সেকারণেই তিনি খেপেছেন তার ওপর। এর আগে অরুনা এক সাক্ষাৎকারে পরীমণিকে গাড়ি বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকের পোস্টে এ বিষয়টিও তুলেছেন পরী। ফলে এটা স্পষ্ট যে, দেখে নেওয়ার হুমকি অরুণাকেই দিয়েছেন পরীমণি।

আরও পড়ুন

No more posts to show