বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

এ সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ নিবে না হিরো আলম

print news

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম। তবে এবার অপরাধীর নয়, ১৭ জুলাই উপনির্বাচনের দিন তার ওপর হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে গেছেন তিনি।

এ প্রসঙ্গে ডিবি কার্যালয়ে বসে হিরো আলম বলেন, উপনির্বাচনে আমার ওপর যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের শনাক্ত করার জন্য ডিবিপ্রধান হারুন অর রশিদ আমাকে ডিবি কার্যালয়ে ডেকেছেন। তাই আমি এসেছি। তবে এই হামলার ঘটনায় তিনি এ সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ নিবেন না বলে জানান হিরো আলম।

ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে নির্বাচন করেন হিরো আলম। নির্বাচনের দিন বিকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

No more posts to show