বৃহস্পতিবার- ২৭ মার্চ, ২০২৫

ওয়াসার অনিয়ম দেখতে কাল চট্টগ্রামে আসছেন এলজিডি মহাপরিচালক

ওয়াসার অনিয়ম দেখতে কাল চট্টগ্রামে আসছেন এলজিডি মহাপরিচালক
print news

দুর্নীতি-অনিয়মের কারণে বারেবারে সংবাদের শিরোনাম হওয়া ওয়াসার অনিয়ম তদন্তে কাল শনিবার চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম। তিনি জানান, বৃহ¯পতিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি থেকে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামীকাল শনিবার পরিদর্শনে এসে তদন্ত করবেন মহাপরিচালক মাহমুদুল। এ চিঠি স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টার একান্ত সচিব, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও চট্টগ্রাম ওয়াসার এমডি একেএম ফজলুল্লাহকে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহর বিরুদ্ধে প্রকল্পে দুর্নীতি, মিটার কেনায় অনিয়ম, আত্নীয়কে ওয়াসায় নিয়োগ, নথি হারিয়ে ফেলা, কৌশলে পুড়িয়ে ফেলা, সিন্ডিকেটের মাধ্যমে নিয়মনীতির তোয়াক্কা না করে হাজার কোটি টাকা লুটপাটসহ নানা কারণে বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম ওয়াসা পরিচালকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আন্দোলনে নামেন বৈষম্যবিরোধি সচেতন নাগরিক সমাজ।

গত এক সপ্তাহ ধরে এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সাধারণ গ্রাহকসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের একপর্যায়ে পদ থেকে সরে যেতে এমডিকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়। তবে তাতেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় তিনি।

আন্দোলনকারীরা জানান, এমডি ফজলুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির দুই নেতাকে ম্যানেজ করে আরও পাঁচ বছর পদে থাকতে চাচ্ছেন। আওয়ামী লীগের থেকে সুবিধাবাদী এ কর্মকর্তাকে তারা দ্রুত অপসারণ চেয়েছেন।

পদত্যাগের বিষয়ে এমডি ফজলুল্লাহর দাবি, তাকে সরকার নিয়োগ দিয়েছে। সরকার চাইলে যেকোনো সময় তিনি চলে যেতে রাজি আছেন।

একেএম ফজলুল্লাহ ১৯৯৮ সালে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলীর পদ থেকে অবসরে যান। ২০০৯ সালের ৮ জুলাই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে একবছরের জন্য নিয়োগ নেন। এর পর থেকেই আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্য করে টানা আটবার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঈশান/মখ/মউ

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page