
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন দৌলতপুর এলাকার আলিশান একটি বাড়ি থেকে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মোছাম্মৎ মুনজুরা (৪৬) চন্দনাইশ থানার বড়মা এলাকার মো. আজিজের স্ত্রী।
মঙ্গলবার (২ মে) দুপুর ২টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, দৌলতপুর এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় গাঁজা কেনা-বেচা চলছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাসা থেকে এক নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বেডরুমের খাটের নীচ থেকে নিজ হাতে বের করে দেওয়া তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, ফেনিরসীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তার বর্তমান ভাড়া বাসায় রেখে নগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিল।
উদ্ধার মাদকের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। গ্রেপ্তার ওই নারীর পরিবারের অন্যান্য সদস্যরাও মাদক ব্যবসার সাথে জড়িত। তার স্বামী এবং বোনকেও এর আগে মাদকসহ র্যাব গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।