
‘দিরিলিশ : আরতুগ্রুল’ বিশ্বের অনেক দেশের মতোই বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও বেশ জনপ্রিয়। এটি তার্কিশ টেলিভিশন সিরিজ। এই টেলিভিশন সিরিজের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও।
এই সিরিজে আরতুগ্রুলের সহধর্মিণী হালিমা সুলতানের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান অভিনেত্রী ইস্রা বেলজিক। এ ছাড়া তাকে সুলতান সুলেমান সিরিয়ালেও দেখা গেছে। সবার প্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা গেল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে।
উৎসবে তার নতুন সিরিজের প্রমোশনের জন্য এসেছেন। এ ছাড়া কান উৎসবে তুর্কি প্যাভিলিয়নও রয়েছে। সেখানে ঘুরে বেড়ান এই অভিনেত্রী। টেলিভিশন সিরিজে একজন রক্ষণশীল নারী চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তাকে কালো পোশাকে কান উৎসবে উত্তাপ ছড়াতে দেখা গেছে।
ফ্রান্সের কান শহরের রাস্তায় হাঁটার ছবি নিজেই পোস্ট করে জানান দিলেন উৎসবে তার সরব উপস্থিতি। এরই মধ্যে ভক্তরা তার সেই ছবিতে ২ লাখ ৬০ হাজারেরও বেশি লাইক দিয়েছেন। তবে হালিমাকে এই পোশাকে মোটেও মেনে নিতে পারেননি একজন পাকিস্তানি ভক্ত।
ছবিতে তিনি মন্তব্য করেন, হালিমা সুলতান এমন অশালীন পোশাক পরতে পারেন না। আরেকজন পাকিস্তানি লিখেছেন, আমি এই ধরনের পোশাক মোটেও পছন্দ করি না।