
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘ডানা’।
ঘূর্ণিঝড়টি আরও তীব্র আকার ধারণ করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে পুরী এবং সাগর দ্বীপের মধ্যবর্তী উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে। এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএমডির তথ্য অনুসারে, ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরের দিকে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।
গতকাল পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘ডানা’ তে পরিণত হয়েছে।











































