বৃহস্পতিবার- ১৬ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

print news

চট্টগ্রামে অস্ত্র হাতে ছাত্রলীগের এক নেতার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোাগ মাধ্যমে। এ নিয়ে চলছে তোলপাড়ও। তবে ছাত্রলীগের ওই নেতার দাবি, ছবিটি সুপার এডিট করা। তিনি ষড়যন্ত্রের শিকার।

ছবিটি চট্টগ্রামের কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম শিপনের। স¤প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ছবিটি। ছবিটির কমেন্টস বক্সে অন্তত শতাধিক ফেসবুক ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য করেন।

এর মধ্যে জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয়ে একজন ব্যবহারকারী লিখেন, উনি ছাত্রলীগ নেতা। তার এরকম অস্ত্র থাকতেই পারে। এ নিয়ে এত লেখালেখির কি আছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আরিফুল আলম শিপন বলেন, ছবিটি সুপার এডিট করা। একটি মহল ষড়যন্ত্র করে এই ছবিটি ছড়িয়েছে। বিষয়টি নিয়ে আমি থানায় জিডি করেছি।

পতেঙ্গা থানায় দায়ের হওয়া জিডির তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, গত ১৬ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা আরিফুল এ বিষয়ে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি অস্ত্র হাতে ছবিটি এডিট করা বলে উল্লেখ করেন। জিডিটি আমি হাতে পেয়েছি। তবে ব্যস্ততার কারণে তদন্ত শুরু করতে পারিনি।

পুলিশের পরিদর্শক মর্যাদার এক কর্মকর্তা জানান, ছাত্রলীগ নেতা আরিফুলের হাতে থাকা অস্ত্রটি বিদেশি পিয়েট্রো বেরেটা মডেলের। এটি অর্ধস্বয়ংক্রিয় অস্ত্র। বৈধভাবে দেশে এটির দাম ২ লাখ টাকার কাছাকাছি। তবে অবৈধভাবে এটি ৪ থেকে ৫ লাখ টাকা বেচাকেনা হয়। সন্ত্রাসীদের কাছে এটি খুবই লোভনীয় অস্ত্র।

আরও পড়ুন

জনপ্রিয়