বৃহস্পতিবার- ২৭ মার্চ, ২০২৫

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলের বগিতে আগুন

print news

চট্টগ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার পর থেকে ১০ টা ৫৫ মিনিটের মধ্যে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মবিলাইজার অফিসার কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে নগরীর ওয়াসা মোড় এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কন্সট্রাকশনের শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী টিনশেড ঘরে আগুনের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এছাড়া রাত ১০টা ৫৫ মিনিটের দিকে পশ্চিম মাদারবাড়ির বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে পরিত্যক্ত রেলের বগিতে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ওয়াসায় ম্যাক্স কন্সট্রাকশনের অস্থায়ী ঘরে রান্নার সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দেড় ঘন্টার চেষ্টা এখন নিয়ন্ত্রণ আসে। এছাড়া রাত প্রায় এগারোটার দিকে রেলের পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পাই। এই আগুন নিয়ন্ত্রণে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে। ‘

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘রেলওয়ের এসআরবি স্টেশনে তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বারেক বিল্ডিং এলাকার পার্শ্ববর্তী একটি স্থানে অধিকাংশই পরিত্যক্ত রেলের বগি। ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানা যাবে।’

অন্যদিকে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম মিয়া বলেন, ‘ঘটনাস্থলে আসার পর আধ ঘণ্টার মধ্যে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিগারেটের আগুন শুকনো ঘাসের উপর ফেলে দেওয়ার কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page