
চট্টগ্রাম মহানগরের নতুন ফিশারিঘাট এলাকায় চাক্তাই ওমর আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি বলে চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করতে পারেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ওমর আলী মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপণ সম্ভব না হলেও এর মধ্যে একটি করাতকল, দুটি গুদামসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান একেবারে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, এলাকাটিতে করাতকল, সুতার গুদাম, রঙের গুদামসহ বেশ কিছু দোকান পাশাপাশি রয়েছে। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, আগুনে আনুমানিক ৮ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এস এম আব্দুল করিম তারেক জানান, ওমর আলী মার্কেটে ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তার একটিসহ ৭টির মতো দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৮ কোটি টাকা বলে জানান তিনি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি। তবে পরে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মরত কর্মকর্তারা।