বৃহস্পতিবার- ২৭ মার্চ, ২০২৫

চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে ধরা পুলিশ কর্মকর্তাসহ ৬ জন কারাগারে

চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে ধরা পুলিশ কর্মকর্তাসহ ৬ জন কারাগারে
print news

ট্টগ্রাম মহানগরের বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার একটি বাসায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এএসআই ফারুক মিয়াসহ ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।

বাকলিয়া থানা ও নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পর বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কারাগারে পাঠানো অন্য পাঁচ জন হলেন- এএসআই ফারুক মিয়ার সহযোগী জয়নাল আবেদীন, আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।

ছয় আসামিকে আদালতে পাঠানো নথিতে বলা হয়, ঘটনার ভুক্তভোগী ওই বাসার ভাড়াটে মামলা করতে দেরি হওয়ায় ছয় জনকে জিডি মূলে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাঁদের ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।

নগরীর বাকলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলামের সই করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়, গত বৃহ¯পতিবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page