মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে থানা হাজতে আসামির মৃত্যু, পুলিশ বলছে আত্নহত্যা

চট্টগ্রামে থানা হাজতে আসামির মৃত্যু, পুলিশ বলছে আত্নহত্যা
print news

ট্টগ্রামের চান্দগাঁও থানা হাজতে ডাকাতি ও ছিনতায় মামলায় গ্রেপ্তার করা মো. জুয়েল নামে এক আসামির মুত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, ওই আসামি থানা হাজতের ভেন্টিলেটরের সাথে ঝুলে আত্নহত্যা করেছেন।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির ৩ জুলাই বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি মো. জুয়েলকে (২২) মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ৬ ঘন্টা পর বুধবার ভোর ৬টা ২৫ মিনিটের দিকে চান্দগাঁও থানা হাজতে রাখা অবস্থায় সেখানেই তিনি আত্নহত্যা করেছেন। তবে কি কারণে আত্নহত্যা করেছেন তার কোনো কারণ জানাতে পারেননি ওসি।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় আসামি মো. জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভেতরের দেয়ালের উপরের ভেন্টিলেটরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আমরা জিডি করেছি। বেলা ১১টার দিকে ম্যাজিস্ট্রেট এসে সুরতহাল করার পর লাশের পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। জুয়েল চান্দগাঁও খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!