বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে প্রথমবারের মতো সরাসরি নারী প্রার্থী সনি

print news

চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে এবারই প্রথম কোনো নারী প্রার্থী সরাসরি একটি আসন থেকে লড়বেন। তিনি হলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি।

গতকাল রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৮ টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসন থেকে খাদিজাতুল আনোয়ার সনিকে মনোনয়ন দেয়া হয়। তিনি সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

এর আগে চট্টগ্রাম থেকে আর কখনো কোনো নারী প্রার্থীকে কোনো দল থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরাসরি প্রার্থী করা হয়নি। সনিকে প্রার্থী করায় পুরো ফটিকছড়ি উপজেলা জুড়ে উৎসব শুরু হয়। অনেক জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে গত ২-০১৮ সালে ফটিকছড়ি আসন থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীকে প্রার্থী করা হয়। ২০১৪ ও ২০০৮ সালের নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। এতে কপাল পুড়ে ফটিকছড়ি থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। তবে এবার দল থেকে প্রার্থী করায় বেজায় খুশি নেতাকর্মীরা।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি বলেন, দল থেকে প্রার্থী দেওয়ায় আমরা অনেক খুশি। নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপণা বিরাজ করছে। আগের চেয়েও নেতাকর্মীরা দলীয় প্রার্থীকে জয়ী করে আনতে নিস্বার্থভাবে ঝাপিয়ে পড়বে। আশা করছি ফটিকছড়িতে নৌকার জয় হবেই।

ঈশান/মউ/সুম

আরও পড়ুন

No more posts to show