শনিবার- ২৬ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে ফ্রাইডেস ফর ফিউচার-এর জলবায়ু ধর্মঘট

চট্টগ্রামে ফ্রাইডেস ফর ফিউচার-এর জলবায়ু ধর্মঘট

লবায়ুর সুবিচার এখানেই, এখনই স্লোগানে বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের সিআরবিতে ফ্রাইডেস ফর ফিউচারর জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপৃল) দুপুরে এই ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। ৩৪টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে এ ধর্মঘটে অংশ নেয় ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরও। এতে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ এম মাহবুব চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, প্রাবন্ধিক নেছার আহমেদ খান, রিজাউর রহমান, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, নোমান উল্লাহ বাহার, আবদুস সবুর, সংগঠনটির নগর পরিচালক আরিফুর ইসলাম ইরফান, মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম, আহমেদ রেজা চিশতি, আমজাদ হোসেন, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ ইরফান।

বক্তব্যে প্রধান অতিথি লায়ন পারভিন মাহমুদ এফসিএ পিএমজেএফ বলেন, জলবায়ুর নায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি বন্ধ করে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে এবং শক্তিশালী জলবায়ু কমিশন গঠন করতে হবে। সেই সাথে কমিশনে যুব নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু সচেতন করতে বিভিন্ন প্ল্যাকার্ড তৈরি করে ফুটন্ত ফুলের আসর। এগুলোর মধ্যে ছিল পুকুর নদী ধ্বংস করে, বর্জ্য ফেলে কারা, জীবন কি আর বাঁচতে পারে; পানির নহর ছাড়া? পানি ছাড়া ফুল ফুটে না, সেই পানিতে বিষ, বৃষ্টি কমে ফি বছরে; চিন্তা অহর্নিশ সুন্দর পরিবেশ রক্ষার দায়িত্ব আমার! আপনার!! সবার!!! আমাদের পানি দূষিত বায়ু দূষণের ভারে ক্লান্ত!! সুখময় জীবনের জন্য আর দেরি নয়! শুরু করি সবুজের বুনন!!! প্লাস্টিকেরই সুনামিতে হুমড়ি খেয়ে পড়ছি এই ধরণীর প্রাণ বাঁচাতে কেউ কি কিছু করছি? চবড়ঢ়ষব ঙাবৎ চৎড়ভরঃ ‘ঈষরসধঃব অপঃরড়হ ঘঙড’ ‘চষধহঃ ঞৎববং, ঝঅঠঊ চষধহবঃ’ ‘ঝঅঠঊ ডধঞঊজ ঝঅঠঊ ঘধঞটজঊ’

ধর্মঘটের আগে এক র‌্যালি নগরের টাইগার পাস হতে শুরু হয়ে সিআরবি, পলোগ্রাউন্ড, টাইগারপাস মোড়, লালখানবাজার, স্টেডিয়াম প্রদক্ষিণ করে সিআরবি সাত রাস্তার মোড়ে শেষ হয়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page