চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ আজিজ (৬৭) কে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত ও ঘনিষ্ট সহযোগী ছিলেন।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আবদুল করিম। তিনি বলেন, সোমবার দিনগত রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা।
ওসি জানান, এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা হাজিপুর হালিম কো¤পানির বাড়ি। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের বিশ্বস্ত ও ঘনিষ্ট সহযোগি ছিলেন। তিনি চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।