
শেখ হাসিনার পতনের পর চট্টগ্রামে প্রথমবারের মতো দেখা গেল জয় বাংলা মিছিল। শুক্রবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর কোতোয়ালি থানার জামালখান এলাকায় এই মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী।
এই ঘটনায় শনিবার (১৯ অক্টোবর) সকালে একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তবে তার নাম ঠিকানা দিতে পারেনি। বিস্তারিত থানায় গিয়ে দিবেন বলে জানান কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী।
তিনি জনান, ১০-১২ জন তরুণ বিচ্ছিন্নভাবে শুক্রবার দিবাগত মধ্যরাতে নিরিবিলিতে থেকে হঠাৎ ২-৩ মিনিট ¯ে¬াগান দিয়ে সট করে অলিগলিতে ঢুকে পড়ে। আমরা ফেসবুকে দেখেছি। আমরা তাদের সনাক্ত করছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একজনকে গ্রেফতার করেছি। সে ৪ আগস্ট ছাত্র আন্দোলন বিরোধী হামলার ঘটনায় লিপ্ত ছিল।
এদিকে মিছিলের পর তিনটি ভিডিও শুক্রবার রাতেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ারও করা হয়। সেখানে লেখা হয়, চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রক¤িপত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার জামালখান এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী হঠাৎ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ বয়সী।
কয়েকটি মোটরসাইকেলযোগে তারা জামালখান মোড় এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। কিছু সময়ের জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ নানা স্লোগান দিয়ে তারা চলে যান।
মধ্য রাতে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা জানান, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ।
মিছিলের প্রতিবাদে শুক্রবার রাতেই কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি বলেন, খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে ¯ে¬াগান দেওয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে। দলমত নির্বিশেষে সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নেমে আসার আহ্বান জানাচ্ছি।