Skip to content

সোমবার- ১৬ জুন, ২০২৫

চট্টগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চট্টগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

ট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বৃদ্ধ বাবা-মা। পুলিশ ওই ছেলেকে গ্রেফতার দেখিয়ে পাঠালেন আদালতে

হতভাগ্য ওই ছেলের নাম মো. মিনহাজ (২৫)। উপজেলার বড়হাতিয়া হাজীরপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান সোমবার (৩ মার্চ) বিকেলে এ তথ্য জানান। তিনি জানান, বাবার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মামলা রুজুর পর সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠায়। গ্রেফতার মো. মিনহাজ লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হাজীরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

ভুক্তভোগী বাবা আমির হোসেন জানান, তার ছেলে মিনহাজ দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। পাশাপাশি বিক্রিও করে। এ কাজে বাধা দিতে গেলে সে আমিসহ পরিবারের সবাইকে মারধর করে ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করি।

তিনি জানান, ২ মার্চ রবিবার রাতে ইয়াবা সেবনে বাধা দিতে গেলেই সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং তার মাকে মারধর করে। এ সময় শোর-চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করেন এবং মিনহাজকে ঘরে আটকে রেখে থানায় খবর দিই। পরে পুলিশের একটি টিম এসে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ঈশান/মখ/বেবি

আরও পড়ুন

No more posts to show

জনপ্রিয়

You cannot copy content of this page