শনিবার- ২৬ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত সমন্বয়ক তানিফা

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত সমন্বয়ক তানিফা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর এলাকার সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ নিহত হয়েছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া মাজারটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ। যদিও তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার পরিচয় সনাক্ত হয়।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উমামা ফাতেমা তার বার্তায় উল্লেখ করেন, তানিফা আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন এবং তিনি সব সময় নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতেন। তার অকালমৃত্যু সংগঠনটির জন্য এক অপূরণীয় ক্ষতি।

সংগঠনের সদস্যদের মধ্যে তার আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উমামা ফাতেমা জানান, তানিফা শুধু আন্দোলনের একজন নেতা ছিলেন না; বরং তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন।

এই শোকাবহ মুহূর্তে তিনি আল্লাহর কাছে তানিফার আত্মার শান্তি কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন।

এ দুর্ঘটনায় তানিফার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংগঠনটি তার সহকর্মীদের শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page