মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে স্টার লাইনের বাস উল্টে একজন নিহত, আহত ৩

চট্টগ্রামে স্টার লাইনের বাস উল্টে একজন নিহত, আহত ৩
print news

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে ফকিরহাট এলাকায় স্টার লাইন সার্ভিসের যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৯ জুন) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন সার্ভিসের একটি বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

এছাড়া আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ থানার মো. মোস্তফার ছেলে মো. আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজী থানার কমল চন্দ্র নাথের ছেলে স্বপ্না রানী (৪৯)।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!