বৃহস্পতিবার- ২৭ মার্চ, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে নতুন দুটি ট্রেন

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে নতুন দুটি ট্রেন
print news

ট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চালু হচ্ছে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে নতুন দুটি ট্রেন। চলতি মাস থেকেই ট্রেন দুটি নিয়মিত চলাচল করবে। রেললাইন চালুর এক বছরের বেশি সময় পর নতুন এই দুটি ট্রেন যুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চলতি মাসেই ট্রেনগুলোর চলাচল শুরু হবে।

নতুন দুই ট্রেনের মধ্যে সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। আর প্রবাল এক্সপ্রেস বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরী কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ রেলওয়েকে জানিয়েছেন।

রেলওয়ের তথ্যমতে, নতুন দুই ট্রেনের মধ্যে সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। আর প্রবাল এক্সপ্রেস বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরী কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

অন্যদিকে, প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে। সৈকত এক্সপ্রেস রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

ট্রেন দুটির মধ্যে সৈকত এক্সপ্রেস বিরতি দেবে ৮টি স্টেশনে; যেগুলোর মধ্যে রয়েছে- ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু স্টেশন। আর প্রবাল এক্সপ্রেস থামবে ১০টি স্টেশনে, এর মধ্যে আছে- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশন।

তবে, ট্রেন দুটি সপ্তাহের প্রতি সোমবার বন্ধ থাকবে। দুই ট্রেনের প্রতিটি যাত্রায় থাকবে ১৬টি কোচ, যার আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী। চট্টগ্রাম-কক্সবাজার রুটকে রেলওয়ের সবচেয়ে লাভজনক রুট হিসেবে উল্লেখ করেন বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

জনপ্রিয়

You cannot copy content of this page