বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম থেকে পাচারের সময় চশমাপরা হনুমান উদ্ধার

print news

চট্টগ্রাম থেকে পাচারের সময় বিরল প্রজাতির একটি চশমা পরা হনুমান উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। বৃহ¯পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পেট্রোল পা¤েপর সামনে থেকে হনুমানটি উদ্ধার করা হয়।

পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে মো. জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত জসিম উদ্দিন চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসের বক্সের ভেতর করে হনুমানটি ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল ওই পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে আমরা তল্লাশি করে চশমাপরা হনুমানটি উদ্ধার করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে ওই পাচারকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বনবিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, এ প্রজাতির হনুমানের পুরো মুখটি ধুসর অথবা কালো রঙের হলেও চোখের চারপাশে রিং আকৃতির সাদা বৃত্তের মত যা দেখতে অনেকটাই চশমার মতো, তাই বাংলাদেশে এ প্রাণির প্রচলিত নাম হল চশমাপরা হনুমান।

তিনি বলেন, বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা এরা। এছাড়াও উত্তর-পূর্ব ভারত, পূর্ব বাংলাদেশ এবং পশ্চিম মায়ানমারের গ্রীষ্ম এলাকায়, পর্ণমোচী এবং চিরহরিৎ বনাঞ্চলে এ চশমা পরা হনুমানের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ প্রাণিটি বর্তমানে মহাবিপন্ন শ্রেণির অন্তর্ভুক্ত।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

উল্লেখ্য, এর আগে গত ২৯ মে চট্টগ্রাম-কক্সবাজার রুট ব্যবহার করে দুটি রাজ ধনেশ গাজীপুর হয়ে ভারতে পাচারের সময় বাস সুপারভাইজারকে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। পরে তাকে ৪ মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

No more posts to show