শুক্রবার- ৯ মে, ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দরে মোয়াল্লেমের কাছ থেকে ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে মোয়াল্লেমের কাছ থেকে ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

মরাহ হজ করে ফেরার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোয়াল্লেমের কাছ থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্যরা। যার মূল্য ৫০ লাখ ৬৯ হাজার টাকারও বেশি।

বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম অভিযান চালিয়ে স্বর্ণলংকারগুলো উদ্ধার করে। এ ঘটনায় শাহীন আল মামুন নামে ওই মোয়াল্লেমকেও আটক করেছে এনএসআই।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল। তিনি বলেন, জেদ্দা থেকে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইট সকাল ৮টা ৩৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন শাহীন আল মামুন নামে ওমরা হজের এক মোয়াল্লেম। বিষয়টি টের পেয়ে দ্রুত গিয়ে তাকে তল্লাশি শুরু করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্যরা।

এ সময় তার হাতব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। এ সময় ওই মোয়াল্লেমকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

কাস্টমস ও নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক যাত্রী স্বর্ণালংকারগুলো অবৈধভাবে বহন করছিলেন এবং শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এসব স্বর্ণ আনতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page