বুধবার- ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম শাহ আমানত সুপার মার্কেটের কমিটি গঠিত

চট্টগ্রাম শাহ আমানত সুপার মার্কেটের কমিটি গঠিত

ট্টগ্রামে শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে শওকত আজম খাজা ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ শাহ আলম মনোনীত হন।

শনিবার (৩ মে) নগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠিত হয়।

এতে ব্যবসায়ী সমিতির সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।

আরও পড়ুন :  চট্টগ্রামে হুম্মাম-হেলালসহ প্রায়ই নতুন মুখ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, সমিতির সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী দিদারুল ইসলাম, শাহীন উদ্দিন, সেলিম উর-রশিদ, শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি শওকত আজম খাজা বলেন, শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট চট্টগ্রাম শহরে ১টি ব্যতিক্রমধর্মী মার্কেট, এতে প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে -এর সুনাম বৃদ্ধিতে কাজ করতে হবে। ক্রেতা সাধারণকে গুণগত মান সম্পন্ন দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। সব পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান তিনি।

আরও পড়ুন :  চট্টগ্রামে হুম্মাম-হেলালসহ প্রায়ই নতুন মুখ

ব্যবসায়ী শাহ আলম বলেন, চট্টগ্রামের সর্ববৃহৎ মাদকের আখড়া ও সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত আইস ফ্যাক্টরি রোডস্থ বাস্তুহারা কলোনি রেল প্রশাসন কর্তৃক ২০১৮ সালে উচ্ছেদ করা হলে, পূর্বেকার লাইসেন্সধারীদের সমিতি আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি লি. ও চুনার গুদাম ট্রাক মালিক সমবায় সমিতি লি. -কে লাইসেন্স প্রদান করা হয়। সেসময় থেকে নিয়ম মেনে সরকারের রাজস্ব প্রদান করে ব্যবসা করে আসছি। উক্ত মার্কেট সমাজে প্রায় তিনশ উদ্যোক্তা তৈরি করেছে এবং অসংখ্য লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের মার্কেট কর্তৃপক্ষের নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন :  চট্টগ্রামে হুম্মাম-হেলালসহ প্রায়ই নতুন মুখ

সভায় সর্বসম্মতি ক্রমে শওকত আজম খাজাকে সভাপতি ও মোহাম্মদ শাহ আলমকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট মার্কেট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page