চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের ৩১ কেন্দ্রে ৫ হাজার ১০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের মুহাম্মদ শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৭৩৮ ভোট।
এই আসনে মোট কেন্দ্র ১৪৬টি। মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ১০৮ জন। আসনটিতে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৪২ হাজার ৯৬৩ জন, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৭০৩ জন। এ আসনে ভোট পড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এ আসনে ভোটগ্রহণ হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে।
ঈশান/খম/মউ