বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির দুর্নীতি তদন্তে দুদক

চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির দুর্নীতি তদন্তে দুদক
print news

দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সাবেক স¤পাদক মোহাম্মদ শাহজাহানের নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ স¤পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তের স্বার্থে দুদক, চট্টগ্রাম-১ এর অনুসন্ধানকারী কর্মকর্তা বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র তলব করেছে।

দুদকের অনুসন্ধানের প্রেক্ষিতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা সমবায় অফিসারের কার্যালয় থেকেও। কমিটি এই সোসাইটির ৯ জন সদস্যের শেয়ার গ্রহণ ও হস্তান্তর যথাযথভাবে হয়েছে কিনা তা যাছাই করবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক স¤পাদক মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তদন্তে দুদক, প্রধান কার্যালয়, ঢাকা এর স্মারক নং-০০.০১.১৫০০.৬২২.০১.২৮৮-২২. চট্টগ্রাম-১/৬৭৩, অরিখ: ০৫/০১/২০২৩ খ্রি., দুদক, সজেকা, চট্টগ্রাম-১ এর স্মারক নং-০০.০১.১৫০০.৭১২.০১.২৮৮.২২, ৩৪০১, তারিখ। ১৪/১০/২০২৪ খ্রি. এবং মহাপরিচালক (তদন্ত-২) অনুবিভাগের ই. আর নং- তদন্ত-২/২৮৮/২২/ চট্টগ্রাম-১ এর নির্দেশনায় অনুসন্ধানকারী কর্মকর্তার দায়িত্ব পালনে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা, সোসাইটির সভাপতির কাছে দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির খুলশী প্রকল্পের ৪নং সড়কের ১০৪/সি প্লটের পার্শ্ববর্তী ৭.১৮ কাঠা জমি বিধি-বহির্ভূতভাবে বরাদ্দ ও রেজিস্ট্রি প্রদানে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সোসাইটি কর্তৃক কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? সোসাইটি কর্তৃক উক্ত জমির বরাদ্দ ও রেজিস্ট্রেশন বাতিল এবং তা পুনরুদ্ধারে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? সোসাইটি কর্তৃক উক্ত জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে কি-না। উক্ত জমি বরাদ্দ প্রদান সংক্রান্ত নোটশিট স্বাক্ষরকারী সোসাইটির তৎকালীন স¤পাদক, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক, হিসাব রক্ষক ও উপ-সহকারী প্রকৌশলীর নাম, জাতীয় পরিচয়পত্র নং, সোসাইটির সদস্য নং, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মোবাইল নং যোগান দিতে বলা হয়েছে।

এছাড়া মাহবুবুল হকের নিকট হতে হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী মৌজায় বি.এস. ১৮৭৯৬ দাগের ১৭.০০ শতক নাল জমি ক্রয়ের অনুমোদন সংক্রান্ত সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভার কার্যবিবরণী, সভায় উপস্থিত সদস্যদের (স্বাক্ষরসহ) তালিকা, উক্ত জমি ক্রয়ের পূর্বে পত্রিকায় প্রচারিত আইনগত বিজ্ঞপ্তি, ক্রয় সংক্রান্ত সংশ্লিষ্ট সাবকমিটি ও আইনজীবীর মতামতের কপি, উক্ত জমি ক্রয় সংক্রান্ত বিলের নোটশিট, চেক ও ভাউচারের কপি এবং এতদসংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র দিতে বলা হয়েছে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

একই সাথে ২০১৮-২০২১ এবং ২০২১-২০২৪ মেয়াদে সোসাইটির তহবিল হতে বিভিন্ন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে? ৫ (পাঁচ) লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ হয়ে থাকলে সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ অনুসারে বিনিয়োগের পূর্বে নিবন্ধকের পূর্বানুমোদন নেওয়া হয়েছে কি-না? (নেওয়া হলে পূর্বানুমোদনের সত্যায়িত কপি) ২০২১-২০২৪ মেয়াদে কী পরিমাণ অর্থ বাজেট অনুমোদন বহির্ভূত খরচ হয়েছে? (ভূতাপেক্ষ অনুমোদন নেওয়া হলে তা উল্লেখ করতে হবে) খরচের খাত ও বিস্তারিত হিসাব বিবরণীর সত্যায়িত কপি সরবরাহ করতে বলা হয়।

বিগত ১২/১২/২০২১ ইং তারিখে অনুষ্ঠিত সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভার কার্যবিবরণী, সভায় উপস্থিত সদস্যদের (স্বাক্ষরসহ) তালিকা, উক্ত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিজ্ঞ আইনজীবীর অনুকূলে ইস্যুকৃত ৯,৫০,০০০/- টাকার চেকের কপি, পেমেন্ট ভাউচার নং- ৫১২ এর কপি; জেলা সমবায় অফিসারের কার্যালয়, চট্টগ্রাম এর স্মারক নং- ২০৭৯ তারিখ: ০১/০৮/২০২২ ইং এর প্রেক্ষিতে আপনার দপ্তরের স্মারক নং- ০১/জেঃ সঃ অঃ/২২/১০৮ তারিখ: ১৪/০৮/২০২২ ইং মূলে প্রেরিত লিখিত জবাবের সত্যায়িত কপি; জেলা সমবায় অফিসারের কার্যালয়, চট্টগ্রাম এর স্মারক নং- ৫৬২ তারিখ: ০২/০৭/২০২৪ ইং এর প্রেক্ষিতে নির্ধারিত দায় পরিশোধ করা হয়েছে কি না তার তথ্যও চাওয়া হয়েছে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

অপরদিকে জেলা সমবায় অফিসারের কার্যালয় থেকে দুদকের অনুসন্ধানের স্বার্থে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সদস্য মঞ্জুরুর রহমান (সদস্য নং-৫৪৩), চেমন আরা বেগম (সদস্য নং- ১৩১৯), মোহাম্মদ রাশেদ (সদস্য নং- ১৫০২), মোহাম্মদ শাহজাহান (সদস্য নং- ২৪২০), আব্দুল্লাহ আল নোমান (সদস্য নং- ৩০০৪), মোহাম্মদ সাজ্জাদ (সদস্য নং- ৩০৩৯), নাসরিন সুলতানা (সদস্য নং-৩১০৮), মোহাম্মদ মঈন উদ্দীন খান চৌধুরী (সদস্য নং-৩৬৪০), ফাতেমা নুজহাত নাফিসা (সদস্য নং-৪৬৫৬) এর শেয়ার গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া সমবায় সমিতি আইন ও বিধি অনুসারে যথাযথভাবে হয়েছে কি না তা যাচাইয়ের জন্য জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক অর্পণ দাশগুপ্তকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্য হচ্ছেন পরিদর্শক মোহাম্মদ গিয়াস উদ্দিন। তদন্ত কমিটিকে উল্লিখিত শেয়ার গ্রহীতা ও হস্তান্তরকারীদের বক্তব্য গ্রহণপূর্বক সু¯পষ্ট মতামতসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার জন্য জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ নির্দেশ দিয়েছেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show