Skip to content

মঙ্গলবার- ১৭ জুন, ২০২৫

ছাত্রছাত্রীদের আবেদনে চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ছাত্রছাত্রীদের আবেদনে চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ছাত্রছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩৬/১ (ঘ) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে স¤পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

চুয়েট ভিসি অধ্যাপক রফিকুল আলম বলেন, ছাত্রছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়টির ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় চুয়েটে সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর সে দাবি আরও জোরালো হয়। এমন প্রেক্ষাপটে ক্যা¤পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে চুয়েট।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

No more posts to show

জনপ্রিয়

You cannot copy content of this page