বৃহস্পতিবার- ১৮ ডিসেম্বর, ২০২৫

জবর দখলে শাহ আমানত রেলওয়ে মার্কেটে হামলার চেষ্টা

মাথাচড়া দিয়ে উঠছে বরিশাল কলোনির সেই মাদক ব্যবসায়ী চক্র

জবর দখলে শাহ আমানত রেলওয়ে মার্কেটে হামলার চেষ্টা

ন্দরনগরী চট্টগ্রামের মাদকের অভয়ারণ্যখ্যাত বরিশাল কলোনির চিহ্নিত সেই মাদক ব্যবসায়ীরা নতুন করে মাথাচড়া দিয়ে উঠছে। মাদক ব্যবসা গড়ে তুলতে আইস ফ্যাক্টরী এলাকায় মিছিল করে শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটে হামলার চেষ্টা চালায় মাদক ব্যবসায়ীরা। এ সময় তারা মার্কেটের ব্যবসায়ীদের ভয়-ভীতিও প্রদর্শন করে।

এ ঘটনায় শাহ আমানত মার্কেট ব্যবসায়ী সমিতি শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। ছিন্নমুল বাস্তুহারা কমিটির পক্ষ থেকে এ ঘটনায় একটি প্রতিবাদ সভার আয়োজনও করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাধারণ ডায়েরিটি যাচাই করে দেখা হচ্ছে। দোষি হলে ঘটনায় জড়িত অপরাধিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে লুটের অস্ত্রে বাড়ছে টার্গেট কিলিংয়ের শঙ্কা

জিডিতে উল্লেখ করা হয়, গত ২০১৮ সালের ১ জুলাই বাংলাদেশ রেলওয়ে হতে যথাযথ নিয়মে খালি ভূমি বরাদ্দ নেয় আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায় সমবায় সমিতি লিঃ। যা পরবর্তীতে উক্ত দুটি সমিতি নিজেদের উদ্যোগে টিনশেড সেমিপাকা দোকানর মার্কেট নির্মাণ করে ব্যবসা করে আসছে। অদ্যাবদি ব্যবসায়ীগন সুন্দরভাবে ব্যবসা করে আসছে।

ব্যবসা পরিচালনার পর হতে আজ পর্যন্ত জিডিতে উল্লেখিত রুহুল আমীন, সাহাব উদ্দিন ওরফে লাদেন সাহাব উদ্দিন, মো. আলী, ফারুক ওরফে চাপাতি ফারুক, চান মিয়া, আবুল কালাম, মন্নান, সোহেল, দুলাল, হানিফ, মোস্তাক, তাজুসহ বাস্তুহারা নাম দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে।

আরও পড়ুন :  সাগর থেকে সিমেন্টবোঝাই দুটি বোটসহ গ্রেপ্তার ২৩

এর মধ্যে গত শুক্রবার (৩১ জানুয়ারী) মার্কেট বন্ধ থাকার সুযোগে বিকেল চারটার দিকে মাদক ব্যবসায়ী রহুল আমিন, শাহাবুদ্দিন ওরফে লাদেন শাহাবুদ্দিন, মো. আলী, চাঁন মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জন ভাড়া করা মহিলা পুরুষ নিয়ে শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট এর ভেতরে ঢুকে হামলা চালিয়ে জবর দখলের চেষ্টা করে।

তাদের সাথে মিছিলে যুক্ত ছিলো মান্না (মহিলা কাউন্সিল প্রার্থী), হানিফ, দুলাল, ফারুক (হকার), মোস্তাক,  তাজু (স্টেশন কলোনি), নাসির (স্টেশন কলোনি), মন্নান, ফারুক (মোবাইল চোর)। এ সময় খবর পেয়ে মার্কেটে আসা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শ করে। একই সাথে ব্যবসায় সমিতির সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন সদস্যদের মার্কেট ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়।

আরও পড়ুন :  জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা মেরে দিল এস আলম গ্রুপ

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে কোতোয়ালি থানার বরিশাল কলোনির চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে শাহ আমানত রেলওয়ে মার্কেট দখলের চেষ্টা করছে। তারা আগে এই এলাকাকে মাদকের আখড়া হিসেবে ব্যবহার করতো। তাদের পুরণো আধিপত্য বিস্তারে এখন পুনরায় অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন