মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

জয় ও জায়েদ খান দু’জনই বেহায়া….

জয় ও জায়েদ খান দু’জনই বেহায়া....
print news

ঢাকা চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অভিনয় জগতে কাজ করছেন। কিন্তু তার কোনো ছবি তেমন জনপ্রিয়তা পায়নি।

তবে সম্প্রতি তিনি আলোচনায় স্টেজ শোর কারণে। এ উপলক্ষ্যে তিনি বিভিন্ন দেশ সফর করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন জনপ্রিয়তা না থাকলে কি আমাকে কেউ ডাকে। আমার বিশাল নারী ভক্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায়ও আলোচনায় চিত্রনায়ক জায়েদ খান। কখনও ডিগবাজি দিয়ে কখনও নিজের সাজপোশাকের শো-অফ করে। অন্যদিকে কম যান না উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সঞ্চালনার জন্য আলোচনায় থাকেন তিনি। প্রায়ই তার অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন এই অভিনেতা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায়ে এলেন তারা দু’জন।

জানা যায়, সম্প্রতি জয়ের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ খান। আর সেখানেই নিজেদের বেহায়া বলে মন্তব্য করেন এই নায়ক। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

জায়েদ খানকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’ এমন কথার উত্তরে জায়েদ খান বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গিয়ে। আমি বলেছি, পিটাইতে পারব না।’

জায়েদ খান এমন উত্তরে খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, ‘এরকম শুনছেন?’ জবাবে জায়েদ খান বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দু’জনই বেহায়া।’ এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জয় ও জায়েদের এই অনুষ্ঠানের কিছু অংশ। যার কারণে নতুন করে ট্রলের মুখে পড়েছেন তারা।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!