মঙ্গলবার- ১১ ফেব্রুয়ারি, ২০২৫

জিম ট্রেইনার শিমুর আঁচলে বাঁধা পড়লেন সোহেল তাজ!

জিম ট্রেইনার শিমুর আঁচলে বাঁধা পড়লেন সোহেল তাজ!
print news

নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারের জিম ট্রেইনার শাহনাজ পারভিন শিমুর আঁচলে বাঁধা পড়লেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে ও গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বাগদানের পর এবার বিয়েও সারলেন ৫৫ বছর বয়সী সোহেল তাজ। তাদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি এবং ড্রিম ওয়েভার।প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজে ছবি ও ভিডিও পোস্ট করেছে।

গত ২৯ ডিসেম্বর ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টারে হাস্যোজ্জল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন ৫৫ বছরের সোহেল তাজ। এর তিন সপ্তাহের মধ্যে গাঁটছড়া বাঁধলেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

জানা গেছে, মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া। ‍

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় দুজনের বিয়ে সম্পন্ন হয়। নতুন প্রকাশিত একটি ভিডিওতে মালাবদল করতে দেখা যায় সোহেল তাজ ও শিমুকে। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল সোহেল তাজের বৌ শিমু।

ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিওতে রোমান্টিক মুডে দেখা যায় সোহেল তাজকে। সোহেল তাজ পরেছিলেন সাদা রংয়ের শেরওয়ানী ও পায়জামা, গলায় সাদা রংয়ের কারুকাজের মালা। শিমু পরেছিলেন সাদার সাথে হাল্কা গোলাপী রংয়ের দৃষ্টিনন্দন পোশাক।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

একাধিক ছবিতে ও ভিডিওতে তাদের দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায়, তারা দুজনে সিঁড়ি দিয়ে একটি লেকের দিকে যাচ্ছেন। সোহেল তাজ হাত ধরে শিমুকে নিয়ে যাচ্ছেন। লেকের ধারে তাদের সংক্ষিপ্ত একটি নাচের মুদ্রার দৃশ্যও নজর কাড়ে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন তিনি। পরে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদও ছাড়েন। এরপর রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতিই তিনি বেশি মনোযোগী। ধানমন্ডিতে খুলেছেন নিজের ফিটনেস সেন্টার। সেসবের ছবি এবং ভিডিও প্রায়ই পোস্ট করেন ফেসবুকে। এ ছাড়া কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনামূলক বিভিন্ন বক্তব্য ও সংবাদ শেয়ার করতে দেখা গেছে তাকে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show
error: Content is protected !!