মঙ্গলবার- ২১ জানুয়ারি, ২০২৫

টলিউডে হঠাৎ কর্মবিরতির আঁচ!

print news

হঠাৎ কর্মবিরতির আঁচ পড়ল কলকাতার বিনোদন অঙ্গন টলিউডে। ইলেকট্রিশিয়ান গিল্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে মঙ্গলবার সকাল থেকে এই অঙ্গনের টেকনিশিয়ানদের একাংশ কর্মবিরতি পালন করছে। এতে প্রায় অচল হয়ে পড়েছে টলিউড।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, টলিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে গিল্ডের আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি। তার ফলেই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

সিরিয়ালের এক সহকারী পরিচালক বললেন, ‘‘সকাল থেকেই কাজ বন্ধ। কী করব জানি না। ফ্লোরে অনেকক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে।

অন্যদিকে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘‘সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করে না। আমি এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছি। বিকেলে কলকাতায় ফিরেই সমস্যা খতিয়ে দেখব।’

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

গত বছর হলিউডেও ধর্মঘট হয়। লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা ডাক দিয়েছিল এই ধর্মঘটের। তারকাদের অনেকেই শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন সেই ডাকে। এবার সেই ঢেউ এসে লাগল টলিপাড়ায়।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

No more posts to show