শুক্রবার- ১৪ মার্চ, ২০২৫

টানেল থেকে মুছে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম ফলক

টানেল থেকে মুছে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম ফলক
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে সব প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সেসব ভেঙে ফেলা হচ্ছে।

এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফটকসহ বিভিন্ন স্থান থেকে মুছে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম। নিরাপত্তার স্বার্থে টানেলের ফটকসহ বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধুর নাম ফলক মুছে ফেলা হয় বলে জানান টানেল কর্তৃপক্ষ।

বুধবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত। তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত না হলেও টানেলের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নাম ফলকটি মুছে ফেলা হয়।

বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে টানেল কর্তৃপক্ষ স্কেভেটর দিয়ে টানেলের মূল ফটকের দু‘প্রান্ত থেকে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” নামটি মুছে দেয়। পাশাপাশি আরও বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়েছে বলে জানান সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত।

তানভীর রিফাত বলেন, আসলে নাম ফলক নিয়ে মানুষের মাঝে যে ক্ষোভ সে বিষয়টা চিন্তা করে টানেলের নিরাপত্তার স্বার্থে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন উর্ধবতন কর্তৃপক্ষ। নতুন কোন নাম রাখা হবে কি না জানতে চাইলে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

ঈশান/মখ/মউ

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page