শনিবার- ২২ মার্চ, ২০২৫

টিকটকে যুক্ত হচ্ছে টুলবার এআই অ্যাভাটার

টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে।

print news

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে।

এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে। এর আগে টিকটকে যুক্ত হয় গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটকে প্রবেশের পর হোমপেজে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ নামের দুটি ফিড দেখতে পান ব্যবহারকারীরা। ‘ফলোয়িং’ ফিডে মূলত ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের ভিডিও দেখতে পান।

‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। এবার এই দুটি ফিডের পাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) ভিডিওর আলাদা ফিড রেখেছে প্ল্যাটফর্মটি।

তবে সব বিজ্ঞান ও প্রযুক্তির ভিডিও এই ফিডে জায়গা পাবে না। টিকটক জানিয়েছে, ভিডিওগুলোকে কিছু যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করে টিকটক। ফিডগুলোর যেকোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।

আরও পড়ুন

You cannot copy content of this page