মঙ্গলবার- ২১ জানুয়ারি, ২০২৫

ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু
print news

ড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে আর কে নয়ন (২৪) নামে মোটারসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ সাহেদ (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সড়কের মুহুরীহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আর কে নয়ন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজী রহমত আলী সারাং বাড়ির মরহুম ফজলুল কবিরের ছেলে।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মফিজুর বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নয়নসহ কয়েকজন মোটারসাইকেল যোগে এক আত্নীয়ের বিয়েতে যায়। পরে বিয়ে থেকে পতেঙ্গা সুমুদ্র সৈকতে ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে মুহুরীহাট এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। নয়নের সঙ্গে থাকা সাহেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

সারাং বাড়ির বাসিন্দা মোহাম্মদ মুসা বলেন, গত ৩০ জানুয়ারি নয়নের বাবা প্রবাসী মোহাম্মদ ফজলুল কবির সংযুক্ত আরব আমিরাত আল-আইনের তাওয়াম হসপিটালে মারা যান। প্রায় পাঁচ মাসের ব্যবধানে বাবার পর ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

No more posts to show