ঢাকা-চট্টগ্রাম রুটে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। চলমান বন্যার পানিতে রেললাইন ও সড়কের বিভিন্ন স্থান ডুবে যাওয়ায় ট্রেন ও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে দোহাজারী, কক্সবাজার ও বিশ্ববিদ্যালয় রুটেও কোনো ট্রেন চলাচল করেনি।
শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি জানান, শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন আসেনি বা ছেড়ে যায়নি। সড়কপথে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার ও বান্দরবান জেলার যোগাযোগ স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে রেললাইন পানিতে ডুবে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর কোনো ট্রেন চলাচল করেনি। সিলেটের কয়েকটি স্থানেও রেললাইনে পানি উঠেছে এবং একটি রেল সেতু পানিতে ডুবে গেছে। পাহাড় ধসের কারণে কক্সবাজার রুটের ট্রেনও বন্ধ রাখা হয়েছে।
দোহাজারী-ষোলশহর এলাকায় রেললাইন পানিতে ডুবে যাওয়ায় নাজিরহাট ও দোহাজারীর রুটের লোকাল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুজ্জামান জানান, চলমান বন্যার কারণে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল ফের শুরু হবে।