দাবানলে পুড়ছে হলিউড শহর খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস ও তার আশপাশের এলাকা। লস অ্যাঞ্জেলেসে কেনেথ ও ইটন এলাকায় দাবানলে ১০ হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। পুড়ে গেছে অন্য ভবন ও স্থাপনা। মোট ১০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের ওপর উড়োজাহাজ থেকে পানি ফেলতে শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন বলেন, দাবানল মাউন্ট উইলসন অবজারভেটরির মাঠ পর্যন্ত ছড়িয়েছে। এটি এমন একটি জায়গা, যেখান থেকে এক শতাব্দী আগে এডউইন হাবল মিল্কিওয়ের বাইরে ছায়াপথের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন।
তিনি আরও বলেন, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। পাহাড়ি এলাকা প্যাসিফিক প্যালিসেইডসে অনেক তারকার বসবাস। হলিউড শহর খ্যাত এই এলাকার বাড়িঘরগুলো আগুনে পুড়ে গেছে। আগুনে ১০ জন নিহতের তথ্য পাওয়া গেছে। দাবানল নিয়ন্ত্রণে আসার পর মানুষের দেহাবশেষ শনাক্তকারী দল বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবে।
কর্মকর্তাদের বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্যালিসেইডসের দাবানলে ৫ হাজার ৩০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বেসরকারি সংস্থা অ্যাকিউওয়েদারের প্রাথমিক অনুসন্ধান বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ১৩৫-১৫০ বিলিয়ন ডলার হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ। যেহেতু লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি স্থাপনা, আবাসিক এলাকা রয়েছে, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
হলিউডের শহরখ্যাত লস অ্যাঞ্জেলসে রয়েছে হলিউডের অনেক স্থাপনা, তারকা অভিনেতাদের মিলিয়ন মিলিয়ন ডলারের ভিলা, রিসোর্ট, হোটেল ও বিনোদনকেন্দ্র। অনেক তারকা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি হারিয়ে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আবেগ জাানিয়েছেন। কেউ কেউ আবার ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তবে এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বিমা কোম্পানিগুলো। তাদের মোট ৮ বিলিয়নের বেশি ক্ষতি হতে পারে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, লস অ্যাঞ্জেলসের অভিজাত এলাকা প্যালিসেইডের প্রায় ৫ হাজার ৩০০ স্থাপনা দাবানলে পুড়ে গেছে, যা প্রায় ২০ হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত। পার্শ্ববর্তী ইয়াটনে ১৪ হাজার একর এলাকাজুড়ে ৫ হাজার স্থাপনা পুড়ে গেছে। তা ছাড়া কেনেথ, হার্স্ট, লিডিয়া অঞ্চলেও আগুন ছড়িয়ে পড়েছে। যা এখনো নিয়ন্ত্রণে আসেনি। তীব্র বাতাসের কারণে নতুন নুতন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। মোট ১০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ১ লাখ ৮০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ২ লাখ ৭০ হাজার বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা পুরোদমে কাজ করছে।
এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৮৫ জন মারা গিয়েছিল। মোট ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। সূত্র : বিবিসি