বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

দুর্গাপূঁজার ছুটি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাযানজট

দুর্গাপূঁজার ছুটি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাযানজট
print news

দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটি ঘিরে বাড়ি ফেরার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বেলা ১১ টায় মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে রয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে সাইনবোর্ড থেকে মো. সাঈদ হোসেন রানা গাড়িতে ওঠেন। তিনি জানান, দেড় ঘণ্টায় তিনি কাঁচপুর ব্রিজ অংশে পৌঁছাতে পেরেছেন। বাকি পথ পাড়ি দিতে আরও কতক্ষণ লাগে কি জানি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেকদিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি।

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show