মঙ্গলবার- ২১ জানুয়ারি, ২০২৫

দেখে ফেলুন ভয়াল ছবি ‘এভিল ডেড’

print news

২১ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ভয়াল ‘এভিল ডেড’ সিরিজের নতুন ছবি ‘এভিল ডেড রাইজ’। লি ক্রনিন পরিচালিত এই অতিপ্রাকৃত ভৌতিক ছবি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়। ঈদের পূর্বমুহূর্তে মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করেছে। এই আনন্দে যুক্ত হোন আপনিও।

আরও পড়ুন

No more posts to show