মঙ্গলবার- ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পটিয়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

পটিয়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

“সংসদীয় আসন ২৮৯ চট্টগ্রাম-১২ (পটিয়া) নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে ভোটারদের প্রকাশ্যে টাকা বিতরণ করেন। ফলে উক্ত প্রার্থী সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১০ (চ) ও ৩ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন”

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরের ইজারা প্রক্রিয়া বন্ধ না করলে মুখোশ খুলে দেব

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চট্টগ্রামে জেলা ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠিয়েছেন ইসির উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালাম। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার (৬ জানুয়ারি) বিকেলে।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, সংসদীয় আসন ২৮৯ চট্টগ্রাম-১২ (পটিয়া) নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে ভোটারদের প্রকাশ্যে টাকা বিতরণ করেন। ফলে উক্ত প্রার্থী সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১০ (চ) ও ৩ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

আরও পড়ুন :  কমিশন-স্ক্র্যাপ সব খান তবুও সাধু রেল কর্মকর্তা সাজ্জাদ

এমতাবস্থায় অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে অ-আমলযোগ্য অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, ইসির নির্দেশনা আমরা পেয়েছি। আমরা আদালতে মামলা করব।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থীসহ সাতটি দলের মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয়দের মতে, ভোটের লড়াই হবে মূলত আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি ‘ঈগল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন :  কমিশন-স্ক্র্যাপ সব খান তবুও সাধু রেল কর্মকর্তা সাজ্জাদ

সামশুল ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে টানা তিনবার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ভোটারদের মধ্যে বিগত ১৫ বছরে তার সময়ে বাস্তবায়িত হওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন।

ঈশান/সুপ/মস

আরও পড়ুন

You cannot copy content of this page