বৃহস্পতিবার- ২৩ জানুয়ারি, ২০২৫

পদ্মা অয়েলে সোবহান, যমুনা অয়েলে এলাহীর পদায়ন

পদ্মা অয়েলে সোবহান, যমুনা অয়েলে এলাহীর পদায়ন
print news

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান  পদ্মা অয়েল ও যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালন পদে পদায়ন করা হয়েছে।

বুধবার বিপিসির সচিব সরকারের উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেনের সই করা পৃথক আদেশে এই পদায়ন করা হয়। পাশাপাশি এলপিজিএল ও পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালকও নিয়োগ দেয় বিপিসি।

বিপিসির সচিব মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিস আদেশ সূত্রে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুস্তফা কুদরুত-ই-ইলাহীকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক,

আরও পড়ুন :  মাদক বাণিজ্যেরও গডফাদার ষোলশহর রেল জংশনের মাস্টার জয়নাল!

এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সোবহানকে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক, পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (অপা. অ্যান্ড প্লানিং) রায়হান আহমাদ পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show