বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল ও যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালন পদে পদায়ন করা হয়েছে।
বুধবার বিপিসির সচিব সরকারের উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেনের সই করা পৃথক আদেশে এই পদায়ন করা হয়। পাশাপাশি এলপিজিএল ও পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালকও নিয়োগ দেয় বিপিসি।
বিপিসির সচিব মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিস আদেশ সূত্রে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুস্তফা কুদরুত-ই-ইলাহীকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক,
এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সোবহানকে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক, পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (অপা. অ্যান্ড প্লানিং) রায়হান আহমাদ পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।