বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে চলেছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে আগামী ২৬ মে সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। আর এই ঘুর্ণিঝড়ের নাম হবে ‘রিমেল’।
এর প্রভাবে ২৫ মে সন্ধ্যা থেকে দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার সকালে নিম্নচাপে রূপ নিয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে ২৬ মে সন্ধ্যায় বাংলাদেশর সুন্দরবন উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে ১১০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয় গত বুধবার। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আগে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে, তারপর গভীর নিম্নচাপে রূপ নেবে। আর ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রিমেল। এই নামটি ওমানের দেওয়া, যার অর্থ বালু।
ছয় বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হবে। তবে শনিবার দেশের ছয় বিভাগের অধিকাংশ জায়গায় (৭৬-১০০ ভাগ এলাকা) এবং দুই বিভাগের অনেক জায়গায় (৫১-৭৫ ভাগ এলাকা) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে।
মাছ ধরার নৌকা-ট্রলারকে সাবধানে চলার পরামর্শ
বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।