পাকিস্তানের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবেন ইমরান খান। দেশ পরিচালনায় বর্তমান শাহবাজ শরিফ সরকারের ব্যর্থতার কারণে ইমরানের রাজনৈতিক দল এ নির্বাচনে জিতবে। ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্ট এমন তথ্য দিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্ট-এর বিশ্লেষণ বিভাগ ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট’ (ইআইইউ) তাদের পূর্বাভাসে বলেছে, পাকিস্তান ২০২৩ সালের অক্টোবরে (আগাম) নির্বাচনে যাবে। কারণ এমনটা করা না হলে দেশটিতে অর্থনৈতিক নৈরাজ্য ও বিদেশী ঋণ সংকট অব্যাহত থাকবে।
ইআইইউ বলছে, পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তার সংকটের কারণে দেশটিতে ২০২৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হবে ধীর।
ব্রিটিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ২০২৩ সালে জাতীয় নির্বাচন পরিচালনা করবে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে থাকা ক্ষমতাসীন পিএমএল-এন জোটের সরকারে প্রতি গণঅসন্তোষ ব্যাপক হারে বেড়েছে। এ কারণে ২০২৩ সালের নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি জয়লাভ করবে। তবে দেশটিতে রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকতে পারে।
ইকোনমিস্ট-এর পূর্বাভাস অনুসারে, পাকিস্তান এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো বিজয়ী হবে। তবে উভয় দেশেই নির্বাচনে সামরিক হস্তক্ষেপের ঝুঁকি আছে।
সূত্র : ডন