সোমবার- ২৭ অক্টোবর, ২০২৫

পরের বউ সুন্দর বেশি, কিন্তু কেন?

পুরুষদের কাছে পরের বউ সুন্দর বেশি, কিন্তু কেন?

নেক পুরুষ বিবাহিত হওয়া সত্ত্বেও আরেক পুরুষের স্ত্রীর প্রতি আকৃষ্ট বেশি। আটকা পড়েন প্রেমের সম্পর্কে বা পরকিয়ায়। নিজের স্ত্রীকে দেওয়ার মতো হাতে সময় এদের থাকে না। কিন্তু পরকিয়াই জড়িয়ে সেখানে সময় ঠিকি দিচ্ছেন। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে।

বিশেষজ্ঞরা বলছেন, একজন বিবাহিত পুরুষ যদি অন্য নারীর প্রেমে আটকা পড়েন কিংবা নতুন সম্পর্কে জড়ান তাহলে তার অর্থ তিনি বিবাহিত জীবনে সুখী নন। যদিও অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা জীবনে সুখি তারাও প্রেমের সম্পর্কে আটকা পড়েন। শুধুমাত্র জীবনকে উপভোগ করার জন্য।

আরও পড়ুন :  পাউবো চট্টগ্রামের এসই জুলফিকারের ঘুষের টাকা পাচার হচ্ছে অস্ট্রেলিয়ায়!

সমীক্ষায় দেখা গেছে, বিবাহিত পুরুষদের মধ্যে প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি। একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন। একঘেয়ে হয়ে যাওয়ায় পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্ক বেশিদিন আঁকড়ে ধরে রাখতে পারেন না।

হয়তো সঙ্গীর কাছ থেকে কিছু প্রত্যাশা থাকে পুরুষের। অথবা সঙ্গীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন। সারা জীবন একই ছাদের নিচে থাকেন বটে, তবে সংসারের নিয়মে। সংসার নামক গণ্ডিতে বন্দী জীবনে একটুখানি বৈচিত্রের ছোঁয়া পেতে অনেক পুরুষই আকৃষ্ট হন অন্য নারীর প্রতি।

আরও পড়ুন :  চট্টগ্রাম বিভাগের ৩৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশীদের ডেকেছে বিএনপি

আবার অনেক পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর তুলনা খোঁজার চেষ্টা করেন। এমনকি নিজের বিবাহিত জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করেন। এক্ষেত্রে প্রেমিক পুরুষরা শুরু করেন নতুনের খোঁজ। বিশেষজ্ঞরা বলছেন, দাম্পত্যে দূরত্ব সৃষ্টি হলে অনেক পুরুষই অন্যের স্ত্রীর প্রতি নজর দেন। বেশিরভাগ অন্য নারীতে আকৃষ্ট হয়ে পড়েন স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ায় বা বোঝাপোড়া ভালো না হওয়ার কারণে।

আরও পড়ুন :  সন্ত্রাসের জনপদ রাউজান

তাছাড়া পুরুষের চাহিদামতো সব নারীর শারীরিক সক্ষমতাও এক থাকে না। দিনের পর দিন ছাড় দিতে গিয়ে একসময় পুরুষটি সঙ্গীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন। আর তখনই জড়িয়ে যান নতুন সম্পর্কে। তখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় পরস্ত্রী।

তাছাড়া এই সম্পর্কের সুবিধা হলো দায়িত্ব কম, তাদের কোন প্রতিজ্ঞার মধ্যে জড়াতেও হয় না। ভরণপোষনের দায়িত্ব থাকে না। আর অনেক পুরুষের কাছেই এটা একটা প্লাস পয়েন্ট! তাছাড়া অনেক টাকাওয়ালা পুরুষও নিজের একটু রোমান্সের জন্য অহরহ জড়িয়ে যাচ্ছেন পরকীয়ায়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page