শনিবার- ২৬ এপ্রিল, ২০২৫

ফুটবল তারকা ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধা, পাশে থাকার আশ্বাস প্রশাসনের

ফুটবল তারকা ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধা, পাশে থাকার আশ্বাস প্রশাসনের

টানা দু`বার সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমার জন্য বরাদ্দকৃত জমিতে বাড়ি নির্মাণে বাধার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঋতুপর্ণা চাকমাকে ৩০ শতাংশ খাস জমি বরাদ্দ দেওয়া হয়। জমিটি সম্পূর্ণ খাস জমি। তবে বরাদ্দের পরদিন (২১ মার্চ) এক ব্যক্তি কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য পরিচয়ে তাকে ফোন দিয়ে দাবি করেন, জায়গাটি তাদের সংগঠনের। সেখানে বাড়ি নির্মাণ করতে হলে ক্ষতিপূরণ দিতে হবে।

ঋতুপর্ণা বলেন, “আমি কেন ক্ষতিপূরণ দেব? প্রশাসন আমাকে জায়গাটি দিয়েছে। এটি কোনো ব্যক্তির মালিকানাধীন হতে পারে না। প্রশাসন আমার বাড়ি দুর্গম এলাকায় হওয়ায় আমাকে এই জমি বরাদ্দ দিয়েছে। এখন বাড়ি নির্মাণে বাধা আসায় আমি খুবই হতাশ।

ঋতুপর্ণা আরও বলেন, আমি কখনো নিজের জন্য কিছু চাইনি, শুধু গ্রামবাসীর জন্য রাস্তা ও নলকূপ চেয়েছি। ইতোমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সেখানে নলকূপ স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত জায়গায় বাড়ি নির্মাণের জন্য অর্থও প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার কথা বলা হয়েছে।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page