বুধবার- ২৬ মার্চ, ২০২৫

ফেরদৌসের নির্বাচনি প্রচারণায় ঢাকায় আসবেন ঋতুপর্ণা

print news

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ঢালিউড নায়ক ফেরদৌস। এরইমধ্যে সে খবর শুনে উচ্ছ্বসিত টলিউড কুইন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা জানিয়েছেন দরকার পড়লে ফেরদৌসের নির্বাচনী প্রচারে বাংলাদেশে আসবেন তিনি। কিন্তু এরপর কলকাতায় আমি যে কাণ্ড ঘটিয়েছিলাম, আমি ওকে সেটা মনে করিয়ে দিলাম।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসতে হাসতে এ কথা বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস।

টলিউডে আপনার প্রচুর বন্ধু রয়েছেন। এখনও পর্যন্ত কারা শুভেচ্ছা জানালেন? এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস বলেন, ‘অনেকেই। ঋতুপর্ণা (সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে।

কিন্তু এরপর কলকাতায় আমি যে কাণ্ড ঘটিয়েছিলাম, আমি ওকে সেটা মনে করিয়ে দিলাম।’ ফেরদৌস বলেন, ২০১৯ সালের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস। এতে ভিসা–সংক্রান্ত আচরণ লঙ্ঘনের অভিযোগ এনে তার ভিসা বাতিল করে ভারত সরকার। সেই সঙ্গে তাকে দূতাবাসে কালো তালিকাভূক্ত করা হয়।

তবে অবশেষে ফেরদৌসের সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। ভারতীয় দূতাবাসে নিজের ভুল স্বীকার করায় ২০২১ সালের নভেম্বরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ঘটনাটি এখনও মনে আছে নায়ক ফেরদৌসের। সেটি শুনিয়েই তিনি সতর্ক করেছেন টলিউড নায়িকা ঋতুপর্ণাকে।

উল্লেখ্য, টলিউডে অভিনয়ের সূত্র ধরে পশ্চিমবঙ্গের ঘরের ছেলে হয়ে গিয়েছিন ফেরদৌস। সেখানে বেশ জনপ্রিয়তা আছে তার। ওই জায়গা থেকে টালিগঞ্জে বন্ধুর সংখ্যা কম না এ নায়কের। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বন্ধুত্বটা একটু বেশিই।

গত রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ঢাকা-১০ আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে নায়ক ফেরদৌসকে মনোনয়ন ঘোষণা করেন।

ফেরদৌসের মনোনয়ন পাওয়া নিয়ে ঢাকাই সিনেমার নায়ক-নায়িকাদের মধ্যে তুমুল উচ্ছ্বাস দেখা দেয়। নায়ক-নায়িকাসহ অভিনয় শিল্পীদের অনেকে ইতোমধ্যে এ নায়কের সমর্থনে নির্বাচনি কাজ শুরু করেছেন।

শুরু ঢাকাই সিনেমায় নয়, কলকাতার টলিউড নায়ক-নায়িকারা ফেরদৌসের মনোনয়ন পাওয়া নিয়ে উচ্ছ্বসিত। তাদের অনেকেই নায়ক ফেরদৌসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপণ করেছেন।  অনেকে তার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসার জন্য উদগ্রিব হয়ে আছেন বলে জানান নায়ক ফেরদৌস।

ঈশান/সুম/মউ

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page