
চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মাহফুজুল হাসান তারেক উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হত্যা চেষ্টার হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
৩ এপ্রিল বৃহস্পতিবার বাদে আসর বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী পৌরসভা শাখা। মানববন্ধন থেকে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে আগামী ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
সংগঠনের পৌরসভা শাখা সভাপতি জনাব কলিমুল্লাহর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি মুফতি নুরুল আমিন।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সহসভাপতি মাওলানা ইয়াসিন আমিনি, সেক্রেটারি মাওলানা এস এম ফয়জুল্লাহ।পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মোবারক হোসাইন আসিফ। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এম আতিকুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন মিসবাহ,মাওলানা আমান উল্লাহ হাসান প্রমুখ।
জানা গেছে, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঠুনকো বিষয়ে গত ৩০ মার্চ দিনগত রাত সাড়ে ১১টার দিকে অতর্কিতে এই হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাওলানা মাহফুজুল হাসান তারেক। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভার অর্থ সম্পাদক।